আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্ষণ, চুরি, ছিনতাই ও মাদক মামলার আসামী রামচন্দ্রপুরের আমিনুল গ্রেফতার

  • নিজস্ব প্রতিনিধি
  • ধর্ষণ, চুরি, ছিনতাই ও মাদক মামলার আসামী ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর এলাকার চিহ্নিত বখাটে আমিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

    কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন জানান, আমিনুলের বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আদালত থেকে পরোয়ানা জারি হলেও গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ায় সে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার ভোরে কৌশলে পুলিশ পশ্চিম রামচন্দ্রপুর এলাকার উমাখা দীঘিতে মাছ ধরার সময় তাকে গ্রেফতার করে। আমিনুল ওই এলাকার ফরায়েজী বাড়ির মুক্তিযোদ্ধা ফজলুল হক ভান্ডারীর ছেলে।

    আরিফ হোসেন আরো জানান, আমিনুলকে শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে প্রতাপপুর জমিদার বাড়ির সামনে ছিনতাই মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন বলেও তিনি জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090