আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চয়েজ ফার্নিচার এন্ড পর্দা গ্যালারী উদ্বোধন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের নতুন রেজিস্ট্রি অফিসের পাশে মোহনা হোটেল সংলগ্ন রাবেয়া-লতিফ মার্কেটে চয়েজ ফার্নিচার এন্ড পর্দা গ্যালারী উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে চয়েজ ফার্নিচার এন্ড পর্দা গ্যালারীর শুভ সূচনা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন, মেডিল্যাব হাসপাতালের চেয়ারম্যান নঈম আজাদ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর শহীদুল্লাহ্ গাজী, ডিরেক্টরবৃন্দ রাবেয়া লতিফ মার্কেটের সত্বাধিকারী আবুল বশর কন্ট্রাকটর, নুর টিম্বাররের সত্বাধিকারী আনোয়ার টিম্বারের মালিক আনোর হোসেন, পিবিআই এসআই বিল্লাল হোসেন, ওয়েল ডায়গনস্টিক সেন্টারের এমডি বিপ্লব দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    চয়েজ ফার্নিচার এন্ড পর্দা গ্যালারীর সত্বাধিকারী নিজাম উদ্দিন ও শেখ কামাল জানান, এখানে বিদেশ থেকে আমদানী করা মালয়েশিয়ান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা বোডে ফার্নিচার প্রস্তুত করা হয়। এছাড়া সেগুন, গর্জনসহ বিভিন্ন দেশ থেকে আমদানী করা কাঠের তৈরী আসবাবপত্র খুচরা ও পাইকারী বিক্রি করা হয়।

    তিনি আরো বলেন, অত্যাধুনিক মান সম্পন্ন নানা ডিজাইনের সোফা সেট, শো কেইস, আলমিরা, ডেসিং টেবিল, ড্রাইনিং টেবিল, কর্নার সোফা, চেয়ার-টেবিল, বক্স খাট ছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পর্দা পাইকারী ও খুচরা বিক্রি করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090