ফেনী বড় জামে মসজিদের খতিব ও ফেনী অালীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, গত কিছুদিন ধরে তিনি জ্বর অনুভব করলে করোনা পরীক্ষার জন্য শনিবার ফেনী জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন। সেটি নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে প্রেরণ করা হলেও অদ্যবধি প্রতিবেদন পাওয়া যায়নি।
মঙ্গলবার শ্বাসকষ্ট অনুভব করলে ঢাকায় নেয়া হয়। আজ বুধবার আইইডিসিআর থেকে তার করোনা শনাক্ত হয়। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি