মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়েত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আলম, ডা. আলী করিম, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, প্রধান সহকারী হারুন অর রশিদ প্রমুখ।
এসময় ফিতা কেটে মুজিব কর্ণার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি