আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে বীকন মডেল কলেজে আলোচনা ও দোয়া

  • নিজস্ব প্রতিনিধি
  • বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ফেনীর বীকন মডেল কলেজে রোববার সকালে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আবুল কালাম, জিয়াউর রহমান, আবু ইউসুফ, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল-মামুন, মহি উদ্দিন, ইকবাল হোসেন ভূঞা, জিয়া উদ্দিন চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কলেজের শিক্ষকবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, শিশুরা মানব জাতির প্রকৃত উত্তরাধিকারী। তাই এই পৃথিবী শিশুদের জন্য বাসযোগ্য করে গড়ে তোলা সকলের দায়িত্ব। ১৯৯৪ সালে বাংলাদেশ শিশু অধিকার নীতিমালা এবং জাতিসংঘ ঘোষিত শিশু সনদ অনুযায়ী শিশুদের সকল প্রকারের অধিকার বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ‘শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে’। ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) টুঙ্গীপাড়া গ্রামে শেখ লুৎফুর রহমান ও শেখ সায়েরা খাতুন এর চার কন্যা সন্তান ও দুই পুত্র সন্তানের মাঝে তৃতীয় সন্তান বাঙ্গালী জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জম্মগ্রহন করেন।

    শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090