আজ

  • মঙ্গলবার
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সামসুল হক মিয়া স্মৃতি আদর্শ বালিকা বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সামসুল হক মিয়া স্মৃতি আদর্শ বালিকা বিদ্যালয়ে মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কোরাইশ মুন্সী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ পেয়ার, বিএনপি নেতা ও সমাজসেবক নুরুল হক।

    আকরাম-ফেরদৌসী ট্রাস্টের পরিচালনায় সামসুল হক মিয়া স্মৃতি আদর্শ বালিকা বিদ্যালয়, শামসুল হক মিয়া আদর্শ একাডেমী প্রধান শিক্ষক ও দৈনিক যুগান্তরের দাগনভূঞা প্রতিনিধি মো. আবু তাহের আজাদের সভাপতিত্বে অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক ও বাংলাদেশ বেতারের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম মামুন। এ সময় অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এসময় শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090