আজ

  • মঙ্গলবার
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

“বহুমুখী প্রতিভার অধিকারী ফেনীর প্রয়াত সাংবাদিকদের জীবন থেকে শিক্ষা নিতে হবে”

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার নবনির্বাচিত কমিটির আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি একেএম আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন.এন জীবন।

    স্মরণ সভায় বক্তারা বলেন, নতুন কমিটির প্রথম কর্মসূচিতে প্রয়াত সাংবাদিকদের জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রয়াতদের জন্য দোয়ার পাশাপাশি জীবিত থাকতে প্রাপ্য সম্মান দিতে হবে। ঈর্ষান্বিত হয়ে অপর সাংবাদিককে ঘায়েলের চেষ্টা না করে ভ্রাতিত্বের বন্ধন দৃঢ় করতে হবে। বহুমুখী প্রতিভার অধিকারী প্রয়াত সাংবাদিকদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই সাংবাদিকতার উর্বর ভূমি ফেনীর গৌরব দিক-দিগন্তে আরো ছড়িয়ে পড়বে।

    ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ইয়াসির আরাফাত রুবেলের সভাপতিত্বে ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন এর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, প্রয়াত সাংবাদিক পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সাপ্তাহিক হকার্স পত্রিকার প্রয়াত সম্পাদক নুরুল করিম মজুমদারের ছেলে তারেক মজুমদার, সাপ্তাহিক মুহুরী পত্রিকার প্রয়াত নির্বাহী সম্পাদক সাহাব উদ্দিন মজুমদারের ছেলে সাফায়াত সায়েম জিসান।

    অনুষ্ঠানে ফেনীর প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ।

    এ সময় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সদ্য সাবেক সভাপতি এম. এমরান পাটোয়ারী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার সজল, মীর হোসেন রাসেল, শেখ আশিকুন্নবী সজীব, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া, দৈনিক আমার দেশ’র ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, মুসলিম টাইমস পত্রিকার প্রতিনিধি সৈয়দ মনির, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, সাপ্তাহিক নির্ভীক এর নির্বাহী সম্পাদক জাহিদুল আলম রাজন, সাপ্তাহিক ফেনীর তালাশ’র সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ আকাশ সহ ফটো জার্নালিস্টের সদস্যবৃন্দ ও ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090