পরশুরামে মনোনয়ন দাখিল করতে না দেয়ায় ফেনীতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অব্যাহত হুমকি ধমকি ও নির্বাচনের পরিবেশ নেই দাবী করে পরশুরাম পৌর নির্বাচন বয়কট করেছে পরশুরাম বিএনপি। আজ ফেনী শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক।
এ সময় ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি