আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানিয়া হাই স্কুলে বিজয় দিবস পালন ও প্রাক্তন ছাত্র পূণর্মিলনী

  • নিজস্ব প্রতিনিধি
  • সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও প্রাক্তন ছাত্র পূণর্মিলনী সোমবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    স্কুলের প্রাক্তন ছাত্র ও সোনালী ব্যাংকের ম্যানেজার এবিএম আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল হোসেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ওয়ালী উল্যাহ, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রফেসর ডা. নুর হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট আবদুল ওহাব, পটিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক গোলাম মাওলা সুমন, নোয়াখালী চৌধুরীহাট কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দিবা শাখার প্রধান শিক্ষক মোমিনুল হক, সাবেক এএসপি মাহবুবুল হক, ওসমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন বাহার, নোয়াখালী ম্যাটস্ এর কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ টিপু।

    রামপুর নাসির মেমোরিয়াল কলেজের প্রভাষক রাশেদা খানম সিপি, মাহবুব সোবহান জহির ও ফরহাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাবুল, চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রাক্তন ছাত্র এটিএম হাবিবুর রহমান, মোরশেদ আলম সেলিম, ওমর ফারুক কামরুল, এম. নুরুল হক, আলা উদ্দিন দিদার, জগবন্ধু দেবনাথ, ওয়াহিদুর রহমান মিন্টু, আলমগীর হোসেন, জোসনা আরা বেগম, নুর নাহার ববি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রাক্তন ছাত্র পূণর্মিলনী উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় অংশগ্রহন করে বিজয়ী ৩৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090