আজ

  • সোমবার
  • ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়া সীমান্তে গরীব ও দুস্থদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রোববার বিকালে উপজেলার দক্ষিণ যশপুর নতুন পাড়া কলোনী মাঠে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুজ্জামান।

    এ সময় ছাগলনাইয়া পৌরসভা মেয়র এম. মোস্তফা, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া উপজেলাধীন দক্ষিণ যশপুর নতুন পাড়া কলোনী এলাকার স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090