ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে আইন বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিভার্সিটি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী ব্যবসায় প্রশাসন বিভাগকে ৩১ রানে পরাজিত করে আইন বিভাগ শিরোপা নিশ্চিত করে।
টসে জয়লাভ করে প্রথম ব্যাটিংয়ে নেমে আইন বিভাগ নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। ৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান করে ব্যবসায় প্রশাসন বিভাগ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ফাইনাল হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী আহাদ ইবনে আওলাদ।
ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রইস কাইজার ও ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, আয়োজক কমিটি আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মোস্তফা মামুন হায়াতসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি