ফেনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার শিক্ষার্থী। ১৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ এনায়েত উল্লাহ, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য চন্দন কুমার দাস, মো. ইলিয়াস, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোহাম্মদ আলা উদ্দিন, মো. সফিক উল্লাহ, মো. শহীদ সালাহ উদ্দীন, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাইফ উদ্দিন মাহমুদ, মোশারফ হোসেন নিশাদ, আবির মাহমুদ, এ কে এমদাদুল হক রনি।
স্কুল ও মাদ্রাসার তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুল ও দাগনভূঞা একাডেমী ২টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব জানান, ২০২২ সাল থেকে তৃতীয়বারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি