আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, গ্রেফতার ৫

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অভিযোগে সোনাগাজী মডেল থানা পুলিশ ৫ যুবককে গ্রেফতার করেছে।

    সোমবার দিবাগত রাত ৩টার দিকে ছোট ফেনী নদীর বাঁশবাজার নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাছ শিকারী চক্র ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগ করে রাতের বেলায় কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছে মর্মে খবর পেয়ে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।

    গ্রেফতাররা হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের নুর আহম্মদের ছেলে আনোয়ার হোসেন, লাল মোহন মজুমদারের ছেলে মিঠুন চন্দ্র মজুমদার, সাহাব উদ্দিনের ছেলে আবু তাহের, সেকান্তর মিয়ার ছেলে কামাল উদ্দিন ও রুহুল আমিনের ছেলে মনির হোসেন। একইসাথে ৩৫০ ফুট কারেন্ট জাল, দুই বোতল কীটনাশক (বিষ), একটি টর্চলাইট, একটি নৌকা ও কয়েকটি বালতি জব্দ করেছে পুলিশ।

    স্থানীয়রা জানান, গত বেশ কিছু দিন যাবদ সংঘবদ্ধ অবৈধ মাছ শিকারী ফেনী নদীসহ আশপাশের খালগুলোতে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করে আসছে।

    সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এবং গ্রেফতারদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090