আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাবের পুষ্প কানন সৃষ্টি উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে পুষ্প কানন সৃষ্টির শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিড এবং ফেনী লিও ক্লাবের উদ্যোগে হাসপাতালের আঙ্গিনায় কামেনী, বেলী, হাসনেহেনাসহ বিভিন্ন প্রকারের ফুলের চারা রোপনের মাধ্যমে এর শুভ উদ্বোধন হয়।

    এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু তাহের, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঞা, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূইয়া, লায়ন্স ক্লাব ফেনীর জয়েন্ট ট্রেজারার লায়ন দীন মোহাম্মদ, টেমার ও সোনালী ব্যাংক ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার লায়ন পলাশ সূত্রধর, সামাজিক সংগঠন সহায়’র সহ-সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, ফেনী লিও ক্লাবের সভাপতি লিও সৈয়দ আশ্রাফুল হক আরমান, সহ-সভাপতি লিও মোহাম্মদ ওয়াসিম, মুরাদ হাসনাত রাফি, সেক্রেটারী রাহাত আহমেদ, ট্রেজারার মোহাম্মদ হারুনসহ লায়ন্স ও লিওবৃন্দ।

    উল্লেখ্য, হাসপাতালের ভবনসমূহের ড্রেনের পাশে লাগানো ফুলের গাছগুলোর ফুল থেকে ভবিষ্যতে ঘ্রাণ ছড়ালে রোগী তাদের স্বজনদের জন্য একটি সুগন্ধময় নির্মল পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090