সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনীর দাগনভূঞা উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। খবর শুনে তার চিকিৎসার খবর নিতে তার বাড়িতে ছুটে যান সুজন দাগনভূঞা উপজেলা নেতৃবৃন্দ।
সুজন দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের আজাদ ও সাধারণ সম্পাদক দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা উপজেলা কমিটির সদস্য মোজাম্মেল হক হাসান শুক্রবার বিকেলে বেকের বাজারস্থ কাজী বাড়িতে উপস্থিত হন।
এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজখবর নেন। আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ মতে পানীয় জাতীয় খাবার বেশী খাওয়ার তাগিদ দেন। জরুরী যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি