ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। বুধবার দুপুরে ফুলগাজী উপজেলা সদর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ৪টি মামালার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কামাল হোসেন ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী জানান, বর্তমান সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে।তিনি দাবি করেস, কামাল হোসেনের বিরুদ্ধে করা মামলাও ষড়যন্ত্র মুলক।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, কামাল হোসেন নামে একজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বুধবার তাঁকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি