ফেনীতে ফিতা ও কেক কেটে ইউনাইটেড মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত ইউনাইটেড মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করেন বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওছার ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মার্কেটিং ম্যানেজার নুর হোসেন খোন্দকার সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারের পরিচালক মো. ইউসুফ।
বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আমরা চাই এই জনপদের প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। আমি আশা করি ইউনাইটেড মেডিকেল সেন্টার ব্যবসায়িক মনোভাব না নিয়ে মানবিক দিক বিবেচনা করে এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
এসময় পৌর মেয়র আরো বলেন, যেকোন মানুষ উদ্দেশ্য ঠিক করে কাজ করলে সফলতার মুখ দেখতে পায়। যা আমি পৌরবাসীকে সাথে নিয়ে করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মধ্যে তিনটি শহরকে স্মার্ট শহর হিসেবে ঘোষণা দিয়েছেন যার মধ্যে আমাদের ফেনী শহর অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে আমি আশা করি ইউনাইটেড মেডিকেল সেন্টার তাদের উদ্দেশ্য ঠিক করে এই জনপদের অসহায় অসুস্থ জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি