“প্লাস্টিকের বিকল্প রাবার-একটি অপার সম্ভাবনা” শীর্ষক সেমিনার আজ ১৬ জুলাই বাংলাদেশ রাবার বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট এর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এন কে এম আকবর হোসাইন রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ ও সদস্য, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ রাবার বোর্ড এবং ড. মো. রওশন আলী, বিভাগীয় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট।
এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ রাবার শিল্প সমিতির সভাপতি হাজী আবদুর রশীদ ভুলু ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি