আজ

  • রবিবার
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গফুর ভূঞা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞায় সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসী আবদুল গফুর ভূঞা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গফুর হত্যা মামলার বাদী রিয়াদ হোসেন রাজু।

    লিখিত বক্তব্যে মামলার বাদী রিয়াদ হোসেন রাজু বলেন, মামলা দায়েরের পর প্রায় দেড় মাস অতিবাহিত হলেও অদ্যাবধি কোন আসামী গ্রেপ্তার হয়নি। আসামীরা মোটরসাইকেলযোগে মাঝে মাঝে আমাদের বাড়ির সম্মুখে মহড়া দিতে দেখা যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা অনেক সময় বাড়ির সামনে এসে বলে, ‘তোদের পিতাকে হত্যা করেছি তো কি হয়েছে, এবার তোদের পরিণতিও পিতার মতোই হবে।’

    এ অবস্থায় গফুর ভূঁইয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আসামীদের গ্রেপ্তার ও পিতা হত্যার ন্যায়বিচার কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত গফুরের বোন ছেমনা আক্তার ও বিবি রাবেয়া, ভাগিনা ইয়াছিন আরাফাত, বড় ছেলে রাকিব হোসেন।

    প্রসঙ্গত; গত ২৯ মে বুধবার হাসপাতাল রোডের ৫ তলা ভবন দখল করতে নারকীয় তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঞা হামলার শিকার হন। এরপর থেকে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। ১ জুন শনিবার ভোরে ঢাকায় নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় গফুর ভূঞার ছেলে রিয়াদ হোসেন রাজু বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090