ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার, ডিজিটাল হাজিরার উদ্বোধন সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য গোলাম বেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন। শিক্ষক হাজেরা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার উদ্দিন।
এ সময় সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি