আজ

  • সোমবার
  • ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরাম প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

  • পরশুরাম প্রতিনিধি
  • পরশুরাম প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিন।

    সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ম্যাসলাইন মিডিয়া সেন্টার- এমএমসি’র প্রশিক্ষক আসাদুজ্জামান দারা ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভির প্রতিনিধি শওকত মাহমুদ।

    বিকেলে পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম.এ হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।

    পরশুরাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য গাজী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন, পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী ও পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন।

    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা থেকে প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090