থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে এম্বাসেডর ফায়াজ মুরশিদ কাজী এর সাথে টেক সাপোর্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা অংশিদার নূর শাহ মোহাম্মদ আজাদ ৮ নভেম্বর এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ডিপুটি সেক্রেটারি কন্সুলার (লেবার) মো. ফাহাদ পারভেজ বোসুনিয়া, এন.এল ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ফুয়াদ, এয়ার বিডি স্টার এক্সপ্রেস এর প্রোপ্রাইটর শাহ ইমরান।
ফায়াজ মুরশিদ কাজীর সাথে কম্বোডিয়া ও থাইল্যান্ড শ্রমিক প্রেরণসহ নানা বিষয়ে আলোচনা হয়।
তিনি জানান, বাংলাদেশ দূতাবাস থেকে দুই দেশের সাথে শ্রমিক প্রেরণ নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি