আজ

  • রবিবার
  • ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“আ.লীগ সবসময় দেশ ধ্বংসকারী ও অপপ্রচারে সেরা দল” -অধ্যাপক লিয়াকত আলী ভূঞা

  • নিজস্ব প্রতিনিধি
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ধ্বংসকারী দল হিসেবে চিহ্নিত হয়েছে। শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনা সরকার গঠন করে হত্যার রাজনীতি করেছে। আওয়ামী লীগ অপপ্রচারে সেরা। তাই সকলকে এসব অপপ্রচারের কঠোর জবাব দিতে হবে।

    জামায়াতে ইসলামী দেশে কল্যাণে রাজনীতি করে। আল্লাহর আইন কায়েম হলে দেশের শান্তি ফিরে আসবে, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করার আহবান। জামায়াতে ইসলামীকে দেশ চালানোর দায়িত্ব দিলে আল্লাহর আইন ও সৎ লোক দিয়ে শাসন করবো।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আজ ১৫ নভেম্বর শুক্রবার বিকালে স্থানীয় সুজাতপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সিন্দুরপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় শিবির সভাপতি, ঢাকা মহানগর উত্তর মজলিশ শুরা সদস্য ও সহ-সেক্রেটারী ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ মজলিশ শুরা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা মহানগর দক্ষিণ শুরা সদস্য এম. শাখায়াওয়াত হোসাইন, দাগনভূঞা উপজেলা আমীর গাজী সালাহ উদ্দিন প্রমুখ।

    প্রধান অতিথি আরো বলেন, মহান আল্লাহ তায়ালা কোনো স্বেরাচারকে ছেড়ে দেন না, তবে সময় দেন, এটি পবিত্র কোরআনে উল্লেখ আছে। স্বেরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো দেশে রয়েছে। আওয়ামী লীগ ও তার দোসররা দেশ আগেই ভালো ছিলো বলে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অপপ্রচারে সেরা। অথচ ভোটাধিকার হরন, উন্নয়নের নামে লুটপাট করে ১৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার ও বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে হতাহত, মামলা-হামলার শিকার করেছে।

    কর্মী সম্মেলনে জামাতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090