আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন

  • নিজস্ব প্রতিনিধি
  • ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে শুক্রবার সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

    ফেনীর উপ-কর কমিশনার সার্কেল-৭ (বৈতনিক) এ বি এম কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার এম এম ফজলুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম। ফেনী কর অঞ্চলসমূহ ও কর অঞ্চল কুমিল্লার আয়োজনে কর পরিদর্শক কাজী নুরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মাহমুদুল হাসান ভূঞা, সোনালী ব্যাংক ফেনী শাখার এজিএম মোজাম্মেল হক ভূঞা, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।

    এ সময় উপস্থিত ছিলেন ফেনী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবদুর রইচ কাইজার, পরিচালক আলহাজ্ব আবুল কাশেম, গোলাম ফারুক বাচ্ছু, ও বজলুর করিম মজুমদার হারুন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফ রুবেল প্রমুখ।

    অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে চার দিনব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

    ফেনীর উপ-কর কমিশনার এ বি এম কামরুল ইসলাম জানান, আয়কর মেলায় ১৩টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে টিআইএন, রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন, নতুন করদাতাসহ কর বিষয়ে বিভিন্ন সেবার ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হবে। ১৮ নভেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090