আজ

  • শনিবার
  • ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসে পরিবেশ ক্লাব’র গাছের চারা বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি
  • মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    রবিবার (১৪ জুলাই) বিকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

    এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদওয়ান আরমান শাকিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সুমেন মন্ডল, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ।

    পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতার কোন বিকল্প নেই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদক বিরোধী বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ওষুধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থী সমাজ পরিবেশ সুরক্ষার বিষয়ে অবগত হতে পারবে। মাদক মুক্ত তরুণ সমাজকে নিয়ে আমরা আগামীর পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনার বাংলা গড়তে চাই।

    পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, মাদক এখন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
    এখনই লাগাম টানা না হলে ধ্বংস হবে দেশ ও জাতি। তাই বলি- যে মুখে মা ডাক, সে মুখে মাদক নয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090