আজ

  • বৃহস্পতিবার
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের যৌথ সভা

  • নিজস্ব প্রতিনিধি
  • আগামী ২৯ মে আসন্ন ফেনী সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ফেনী সদর ও পৌর মহিলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ মে) ফেনী জেলা আওয়ামী লীগের স্হায়ী কার্যালয়ে যৌথ সভায় লেমুয়া ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধরা আক্তার’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।

    ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা শাকিলা, সাধারণ সম্পাদক ফেরদৌস আরা মন্জু, ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক মনজিলা আক্তার মিমি। ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।

    সভায় বক্তারা ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। এজন্য নারীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090