ফেনীর মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারের নিচে নতুন গৃহস্থালি পণ্য নিয়ে ‘এক ছাদের নিচে সকল পণ্য’ শ্লোগান নিয়ে দীর্ঘ এক বছর গ্রাহকদের সেবা দিয়ে আসছে গৃহপণ্য। বুধবার সন্ধ্যায় কেক কাটা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুব্রত নাথ, দৈনিক ‘কালের কন্ঠে’র ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা,‘গৃহপণ্য’ চেয়ারম্যান মোস্তফা জামাল,ব্যবস্থাপনা পরিচালক ইমন উল হক, পরিচালক ফখরুদ্দিন মাহমুদ আলম, তানভীর মাওলা। দোয়া পরিচালনা করেন গ্র্যান্ড হক টাওয়ার মসজিদের ইমাম ক্বারী আবুল বশর।
অনুষ্ঠানে গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি