বরেণ্য সাংবাদিক মুস্তাফিজ শফি সম্পাদিত দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর ফেনী প্রতিবেদক হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুল্লাহ আল-মামুন। ০১ মার্চ পত্রিকাটির সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া তিনি দীপ্ত টেলিভিশন, ’দ্য ডেইলি সান’ও জাগো নিউজ-এর ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সম্পাদনা করছেন সাপ্তাহিক ’কলকন্ঠ’ ও অনলাইন নিউজ পোর্টাল ’ফেনী ট্রিবিউন’।
আবদুল্লাহ আল-মামুন এর আগে মোহনা টেলিভিশনের হেড অফিসে রিপোর্টার কাম নিউজ প্রেজেন্টার, দৈনিক খোলা কাগজ, দৈনিক সকালের খবর’র ফেনী প্রতিনিধি ও দৈনিক ‘ফেনীর সময়’র বার্তা সম্পাদক এবং সাপ্তাহিক ‘আলোকিত ফেনী’র নির্বাহী সম্পাদক কর্মরত ছিলেন। কাজ করেছেন সাপ্তাহিক হকার্স এ। ২০০১ সালে ছাত্র অবস্থায় তিনি সাপ্তাহিক ’ফেনী টাইমস্’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন।
এছাড়া তিনি সামাজিক নানা সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির। সাংবাদিকতার পাশাপাশি তিনি অধ্যাপনা পেশায় যুক্ত আছেন।
মামুন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি বাড়ির মরহুম আরিফুর রহমান’র একমাত্র ছেলে। নব উদ্যমে পেশাগত দায়িত্ব পালনে তিনি সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
‘প্রতিদিনের বাংলাদেশ’ এর ফেনী প্রতিবেদক হিসেবে নিয়োগ পাওয়ায় আবদুল্লাহ আল-মামুনকে অভিনন্দন জানিয়েছে ফেনী ট্রিবিউন পরিবার। তারা এ কলম সৈনিকের সর্বাত্মক সফলতা কামনা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি