আজ

  • বৃহস্পতিবার
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৬৪ জনকে পারিবারিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

  • নিজস্ব প্রতিনিধি
  • করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে ফেনীতে বিদেশ থেকে আসা ১৫ জনসহ তাদের পারিবারের ৬৪ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

    সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহ তালিকাভুক্ত ইতালি, কুয়েত ও চীন থেকে ফেনী এসেছে বলে জানানো হয়। তবে বিমানবন্দরে এদের কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এসব প্রবাসীদের নাম- ঠিকানা নিয়ে জেলা স্বাস্থ্যবিভাগ এদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।

    এদিকে জেলা প্রশাসন থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার করা হয়েছে।

    করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে পরশুরামের বিলোনীয়া স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াতসহ আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের শুধু নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090