আজ

  • রবিবার
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী আটক

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ছাগলনাইয়া অভিযান চালিয়ে শুভপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সাহাবুদ্দিনকে (৬০) আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুর গ্রামের মৃত শরিয়ত উল্যাহর পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সাহাবুদ্দিনকে ৯০ লিটার চোলাই মদসহ আটক করে।

    পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

    ছাগলনাইয়া থানার ওসি মো: মেজবাহ উদ্দিন আহমেদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090