আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে নৈশ প্রহরীর হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার স্কুলের নৈশ প্রহরীর হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত হয়েছে। এ ঘটনায় লাঞ্ছিত শিক্ষকের মামলায় ওই নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি তাকে চাকরিচ্যুতও করা হয়েছে। গ্রেফতার জহির উদ্দিন ২০১৩ সাল থেকে ঐ স্কুলের নৈশ প্রহরী কাম দফতরি হিসেবে চাকরি করছিলো।

    স্কুলের প্রধান শিক্ষক মো. হোসাইন আহমেদ জানান, নিয়োগের পর থেকে ছাত্রীদের যৌন হয়রানি, উত্যক্ত করা, আপত্তিকর অঙ্গভঙ্গি করাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকবার তাকে পরিচালনা পর্ষদের মুখোমুখি হতে হয়েছে। এমনকি তিনবার তাকে কারাদণ্ডও ভোগ করেছে।

    প্রধান শিক্ষক হোসাইন আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে জহির উদ্দিন কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে বিদ্যালয় ঝাড়ু দেয়াচ্ছিলো। বিষয়টি অভিভাবকদের নজরে এলে তারা আমাকে জানান। পরে জহিরের কাছে জানতে চাইলে শিক্ষকদের উপস্থিতিতে সে উত্তেজিত হয়ে আমাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এ সময় অন্য শিক্ষকরা তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

    সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধান শিক্ষককে লাঞ্চিত করার দায়ে দফতরির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।


    সম্পাদনা : এএএম/এআর


    error: Content is protected !! please contact me 01718066090