বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সার্বিক সহযোগিতায় বিভাগ ও জেলা পর্যায়ে খেলোয়ার বাছাই কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ৭ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
১৪ ফেব্রুয়ারি বিকেলে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ফেনী জেলা ও ৬টি উপজেলার আগ্রহী খেলোয়ারদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত তারিখে ফেনী স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। যেকোন জেলার প্রার্থী যেকোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে।
এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ : আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০ থেকে ১৩ বছর এবং বক্সিং, জিমনাস্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮ থেকে ১২ বছর বয়সী ছেলে মেয়ে (বক্সিং ব্যাতীত) খেলোয়াড় নির্বাচন করা হবে।
এতে আরো উল্লেখ করা হয়, নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা ও বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে এক মাস মেয়াদের একটি, পরবর্তীতে দুই মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে মেয়েরা ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণে অংশ নিতে পারবে। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি ও অনলাইন জন্মনিবন্ধন সাথে আনতে হবে।
আগ্রহী খেলোয়াড়রা অনলাইনে যেভাবে আবেদন ফরম পূরণ করতে হবে- [bkspds.gov.bd] online registration apply প্রয়োজনীয় তথ্যের জন্য : ফোন : +৮৮ ০২-২২৩৩৭১১১৪, মোবাইল : ০১৭১৯-৩৩০০৮৪, ০১৯১৩-৪৫২৮০৬, ০১৭১৯-৩৩০০৮৮, ০১৬৭২-০৯৩৩৪৬ email : bksp1983@yahoo.com, www.bksp.gov.com
ফেনী ট্রিবিউন/এএএম/এপি