আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে ছাত্রলীগ সভাপতি রবিন’র উপর হামলার ঘটনায় মামলা,গ্রেফতার-৩

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • সোনাগাজী প্রতিনিধি :
    সোনাগাজীতে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিনের বাবা মফিজুল হক চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারি সহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।মামলায় চৌধরী,পামেল মিয়াজী ও রিয়াদ নামে ৩জনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

    প্রসঙ্গত; গত সোমবার পৌর শহরের আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার সমর্থকদের হামলায় রবিন আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে ঘটনার জন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতেখার হোসেন খন্দকারকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতেও বলা হয়েছে। একইসাথে জেলা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটি ৭ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। জেলা ছাত্রলীগের গঠিত কমিটির তদন্তে হামলাকারিদের মধ্যে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কৃত) টুটুল পাটোয়ারি, ছাত্রলীগ কর্মী রিফাত, তানভীর, হৃদয়, চৌধুরী, হোনা মিয়া, রুবেলের নাম উঠে আসে। তদন্ত কমিটি উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ টুটুল পাটোয়ারিকে স্থায়ী বহিস্কারেরও সুপারিশ করেছে।

    সোনাগাজী মডেল থানার ওসি(তদন্ত)মো.হারুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।


    error: Content is protected !! please contact me 01718066090