আজ

  • রবিবার
  • ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গজারিয়ায় জাকের হোসেন বাকের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্র মডেল ইউনিয়নের গজারিয়ায় ১৫ জানুয়ারি রোববার বিকালে জাকের হোসেন বাকের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান।

    উদ্বোধনী খেলায় রাইজিং সুপারস্টার দাগনভূঞা প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে ল’য়েলস কলোনী মাইজদী ৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে জয়লাভ করে। ম্যাচে ১৮ বলে ৩৫ রান করে ইমতিয়াজ আহমেদ প্রীতম ম্যান অব ম্যাচ পুরস্কার লাভ করেন।

    মরহুম জাকের হোসেন বাকের স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া কম্পিউটার জোন অ্যান্ড ট্রাভেল এজেন্সীর স্বত্তাধিকারী ও সমাজসেবক মো. নূর নবী, দীপ্ত টিভি ডেইলী সান ও জাগো নিউজের রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সিয়াম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শহিদ উল্লাহ মিন্টু, আওয়ামীলীগ নেতা শহীদ উল্লাহ ও আনোয়ার হোসেন সোহাগ, ইতালি প্রবাসী সমাজসেবক এমরান হোসেন।

    ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সমাজসেবক নুর আহম্মদ নুরু, ধারাভাষ্যকার আব্দুল মোতালেব। এসময় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

    খেলার আয়োজক মরহুম জাকের হোসেন বাকেরের ভাতিজা জাহিদ হোসেন পারভেজ জানান, তার চাচার স্মৃতি রক্ষার্থে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090