আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞার জায়লস্কর ইউপিতে ইভিএমে ভোট

  • দাগনভূঞা প্রতিনিধি
  • আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জায়লস্কর ইউপিতে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩৩৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৮ জন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই ইউপিতে ১২ কেন্দ্রের ৯০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এর মধ্যে তিনটি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে।

    উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ে ৯০টি বুথে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট স্থাপন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

    এই উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090