ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৮৭ তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনলাইনে শাখাটির শুভ উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আবেদ আহাম্মদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল হোসেন, শিল্প উদ্যোক্তা সমাজসেবক রাজিউল আলম মনজিল।
সিলোনীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়ালী উল্যাহ’র সভাপতিত্বে অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন আ.লীগের সভাপতি পেয়ার আহাম্মদ, দীপ্ত টিভি ও ডেইলি সানের ফেনী প্রতিনিধি প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সিলোনীয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মনির উদ্দিন, জায়লস্কর ইউনিয়নের মেম্বার আবু ইউসুফ।
সিলোনীয়া বাজার আউটলেটের এজেন্ট কিশান মোশাররফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল খায়ের নোমান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা তোফায়েল আহাম্মদ, সৌদি আরব তায়েফ আ.লীগের সভাপতি মিজানুল ইসলাম চৌধুরী, সিলোনিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গফুর।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া বাজার আউটলেটের এজেন্ট কাজী আবদুল মতিন ভূঞা, সমাজসেবক আবুল হোসেন সবুজ, সিলোনিয়া হাই স্কুলের সহকারি শিক্ষক আরিফুর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ফিতা কেটে ৩৮৭ তম আউটলেট উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আউটলেটটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল খায়ের নোমান।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক সিলোনীয়া বাজার আউটলেটের এজেন্ট কিশান মোশাররফ বলেন, ব্যাংকের শাখাগুলোতে যে ধরনের সেবা পাওয়া যায় তার সবগুলো এই আউটলেট থেকে পাওয়া যাবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি