আজ

  • শুক্রবার
  • ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করতে হবে”

  • নিজস্ব প্রতিনিধি
  • “জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করতে হবে”। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করে গড়ার লক্ষ্যে সচেতনতা কার্যক্রম এর আওতায় ফেনীতে তামাক বিরোধী জোটের উদ্যোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর শনিবার বিকেলে সোসাইটি অব রেনেসাঁ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোট ফেনীর সদস্য সবুজ বাংলা এর নির্বাহী পরিচালক মো.জয়নাল আবেদিন রাসেল।

    দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানীর বেপরোয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা। মুল আলোচক ছিলেন দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী।

    দৈনিক মানব জমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে নানা সুপারিশ করে মতামত প্রকাশ করেছেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক প্রভাত আলো নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দৈনিক দেশ রুপান্তর ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার আরিফ আজম, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার ও ভিডিও জার্নালিস্ট দুলাল তালুকদার প্রমুখ। এসময় ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    মুল প্রবন্ধে উল্লেখ করা হয়, ‘জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করতে হবে। এই জন্য প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা কার্যক্রম আরো বাড়াতে সবার সম্মিলিত প্রচেষ্টা।

    লিখিত বক্তব্যে বলা হয়, সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানীগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষায় এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টার মূল উদ্দেশ্য দেশের তরুণ সমাজকে ধূমপানের দিকে আকৃষ্ট করা। তামাক কোম্পানি গুলো আইন ভঙ্গ করে বিজ্ঞাপন করার পাশাপাশি, প্রণোদনা, রেস্টুরেন্টে ধূমপানের স্থান তৈরী, বিশ্ববিদ্যালয়ে দূত নিয়োগ করছে। সন্তানকে ধূমপায়ী বানিয়ে বানিজ্য করাই তাদের উদ্দেশ্য। দেশে ব্যবসা করা দুটি বিদেশী সিগারেট কোম্পানী এই বেআইনী কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090