ফেনীর দাগনভূঞায় বন্ধু মহল ব্লাড ডোনেট এসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, সচেতনতামূলক অনুষ্ঠান ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দাগনভূঞাস্থ ইসহাক শপিংমলের সামনে বন্ধুমহল ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সভাপতি শহিদুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জামশেদ আলম সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান, সংগঠনের উপদেষ্টা বিজন ভৌমিক ও পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া।
এতে সংগঠনের স্বেচ্চাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈকত, শরিফ হোসেন ইকবাল, রাসেদ, মেহেবুব, আফসার, আবির, হৃদয় প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের হাত দিয়ে দাগনভূঞা দক্ষিন আলীপুর’র ক্যান্সার আক্রান্ত আবু নাসের এর হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি