আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফেনীর মেধাবী ছেলে মাহমুদুল হাসান

  • এমরান উদ্দিন বাবু
  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফেনীর মেধাবী ছেলে মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান ভূঁইয়া।
    তিনি ২০১৬ সালের বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সিজিপিএ ৪.০ এর মধ্যে ৩.৮৭ পেয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রথম স্থান অধিকার করেন। মেধার স্বীকৃতি সরূপ তাকে ইঞ্জিনিয়ারিং অনুষদ হতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক এর জন্য মনোনীত করা হয়।
    গত ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বর্ণপদক পরিয়ে দেন ।
    মাহমুদুল হাসানের পিতা মো. আবুল খায়ের ভূঁইয়া একজন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ও মাতা রাহেনা আক্তার একজন গৃহিণী। মাহমুদুল হাসান তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর ভূঁইয়া বাড়ীর বাসিন্দা।
    উল্লেখ্য, মাহমুদুল হাসান ফেনী সদর উপজেলার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাশ করেন।
    সম্পাদনা : এএএম/এসকে


    error: Content is protected !! please contact me 01718066090