আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সময় টেলিভিশনে নিয়োগ পেলেন মাজহার টিপু

  • ফেনী ট্রিবিউন ডেস্ক
  • বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন মাজহারুল আনোয়ার টিপু। আজ মঙ্গলবার চ্যানেলটির নীতিনির্ধারকের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।

    এর আগে সাংবাদিক টিপু বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে গেল ১২ বছর থেকে কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। এর আগে দৈনিক সকালের খবর ও দৈনিক সময়ে আলো পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে।

    জানতে চাইলে মাজহারুল আনোয়ার টিপু বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।

    সময় টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় মাজহারুল আনোয়ার টিপুকে অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ফেনী ট্রিবিউন এডিটর আব্দুল্লাহ আল-মামুন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090