আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

“ভবিষ্যতের সম্ভাবনার বাংলাদেশ উপহার দিবে বর্তমান প্রজন্ম” -শুসেন চন্দ্র শীল

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, আগামী দিনের বাংলাদেশ নির্ভর করছে শিক্ষার্থীদের উপর। ভবিষ্যতের সম্ভাবনার বাংলাদেশ উপহার দিবে বর্তমান প্রজন্ম। শেখ হাসিনা যদি ধারাবাহিকভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন। নিজাম উদ্দিন হাজারীকে যদি আবারও ফেনীতে নির্বাচিত সংসদ সদস্য করা যায় তাহলে ফেনী পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। এসময় তিনি বিরলীর বহু প্রতিক্ষিত ব্রিজটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

    ফেনী সদর উপজেলার বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মেধা, ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

    বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে. শহীদ উল্লাহ খোন্দকার ও জোৎস্না আরা বেগম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা আবু তাহের, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার।

    বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ইউপি সদস্য জয়নাল আবেদিন বেলাল, নুরুল হুদা সুমন, আজিজুল হক খোকন, দেলোয়ার হোসেন ডালিম ও রফিকুন নবী রানা।

    পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এর আগে দেশাত্মবোধক গান, হামদ-নাত, নৃত্য, দৌড়, লাফ, কোরআন তেলাওয়াত, মিউজিকাল চেয়ার, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সহ ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

    এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090