আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ’

  • ফেনী ট্রিবিউন ডেস্ক
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবার তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুক পোস্টটি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পারিবারিক দু’টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

    রোববার সকাল ৯টায় দেখা গেছে, ১৬ ঘণ্টা আগে শনিবার বিকেলে নিজের ফেসবুকে দেয়া ওই পোস্টটিতে এরই মধ্যে প্রায় নয় হাজার মানুষ লাইকসহ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্য করেছেন হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী। এটি শেয়ার হয়েছে প্রায় ৫০০ বার।

    কাদের মির্জার স্ট্যাটাসের পক্ষে-বিপক্ষে মন্তব্যকারীদের মধ্যে আমেনা কহিনুর নামে একজন লিখেছেন, ‘শেষ পর্যন্ত সব দোষ হয়ে গেল নারীর!’

    অপর দিকে তাকে সমর্থন করে নাগরিক অধিকার নামে একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘অনেক বেদনা বুকে লুকিয়ে রেখে মির্জা কাদের ভাই আপনি দারুণ একটা পোস্ট করে সমাজের মানুষের সামনে বাস্তব একটি সত্য চিত্র তুলে ধরেছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ।’

    নায়েব চৌধুরী নামে একজন লিখেছেন, ‘অভিনয়ের জন্য অস্কার পাবেন আপনি। গ্রেফতারের ভয়ে এখন ওবায়দুল কাদের আপনার ভাই।’

    মো: রাসেল নামে আরেকজন লিখেছেন, ‘গ্রেফতার হওয়ার ভয়ে এখন বহুরূপী মির্জা কাদের ঘরের বউয়ের ওপর দোষ চাপাচ্ছেন।’ জুয়েল আহমেদের মন্তব্য, ‘নারীর দোষ নেই, বড় কথা হলো ভাইয়ে ভাইয়ে আল্লাহর রহমত থাকা দরকার।’

    শিবলু সিদ্দিক লিখেছেন, ‘সব ভালো তার, শেষ ভালো যার। কাদের মির্জা ভাই অপশক্তির ঠাঁই নাই।’

    উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত হন আবদুল কাদের মির্জা। পৌরসভা নির্বাচনের আগ থেকে তিনি দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। সর্বশেষ গত ৯ মার্চ রাতে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক ও যুবলীগকর্মী আলাউদ্দিন নিহত হওয়ায় কাদের মির্জাকে দায়ী করেছেন নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090