আজ

  • রবিবার
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে” -বিভাগীয় কমিশনার

  • নিজস্ব প্রতিনিধি
  • ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপন করেছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে তিনি নেতৃত্ব দেন।

    এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বেতার এখনো বড় ভূমিকা রাখছে।”

    তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সংকট দেখা দিয়েছে। চট্টগ্রাম মহানগরেও প্রতিবছর লাখ লাখ মানুষ জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এ সংকট আমাদের নিজেদের তৈরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। বাংলাদেশ বেতারকে আরও বেশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

    বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আবদুল হালিম, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090