আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্ত বরণে বলপয়েন্টে কবিদের মেলা

  • নিজস্ব প্রতিনিধি
  • কবিতামুখর ভালোবাসায় মিলেছিল অনলাইন সাহিত্য গ্রুপ বলপয়েন্টের সাথে সম্পৃক্ত কবি-লেখক ও শুভানুধ্যায়ীরা। বসন্তকে বরণ করে নেয়ার অদম্য উচ্ছাসে বিকাল চারটায় নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি চত্বরে এক জমকালো সাহিত্যানুষ্ঠানে ফেনীর বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন।

    কবি সাইফুদ্দিন শাহীনের সভাপতিত্বে ও কবি বকুল আকতার দরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন স্হানীয় সরকারের উপ-পরিচালক ড. মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম (কবি মানজুর মুহাম্মদ)। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি, গবেষক শাবিহ মাহমুদ।

    শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বলপয়েন্টের প্রধান কবি ইকবাল আলম। পত্রসাহিত্য পরিবেশন করেন ফেনীর প্রধান কবি ওবায়েদ মজুমদার। আলোচনা করেন জিএ একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম (মুকুট চৌধুরী), কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী ও দৈনিক অজেয় বাংলার সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ।

    শুভেচ্ছা জ্ঞাপন ও কবিতা পাঠে অংশ নেন সাইরাস চৌধুরী, আবদুল ওয়াদুদ, বিভীষণ বসাক, রাবেয়া সুলতানা, সাইফ ফরহাদী, মো. শাহ আলম, উত্তম দেবনাথ, ফারহানা আইরিন, ফরিদা আখতার মায়া, জার আফশান খানম, সুবীর সরকার দিলু, তপন বসাক, সুমন ইসলাম, আব্দুস সালাম ফরায়েজী, ইমরান ইমন, রফিকুল ইসলাম।

    গান পরিবেশন করেন ইকবাল হোসেন জামসেদ, ইঞ্জিনিয়ার মো. আবদুস সহিদ, ফেরদৌসী সুলতানা কনা, ফাহিম মুনতাসির ও সাইরিস তাহসিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদ, নাসির উদ্দীন আশরাফি, তুষার কান্তি বসাক, তপন বসাক প্রমুখ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090