আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৩ মাদক কারবারীর ৬ মাস করে কারাদন্ড

  • শহর প্রতিনিধি
  • ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদক কারবারীর ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী এই আদেশ দেন।

    জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত অভিযানে বের হয়। এসময় জেল রোডের পিটিআই সংলগ্ন স্থান, লাভ মার্কেট, জেল গেইটে সন্দেহ করে তল্লাসির সময় ৩ জনকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- রাজশাহীর ছাড়গাছার ইমাম হোসেনের ছেলে মো. রিপন আলী (২৪), ফেনী সদর উপজেলার চর মজলিশপুরের আবদুর রহিমের ছেলে মো. আবির ইসলাম (২৫), গাজী ক্রস রোডের মোশাররফ হোসেনের ছেলে মো. মাসুদ (২৬)। আটককৃত ৩ জনকে ভ্রাম্যমান আদালত ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।

    ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী কারাদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পাদনা : এএএম/এমপি


    error: Content is protected !! please contact me 01718066090