আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জায়লস্করে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ ডিসেম্বর মহিলা সমাবেশ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মুঈনীয়া চিশতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    মহিলা সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগসহ শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ডিজিটাল বাংলাদেশ, কৃষি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র বিমোচন, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, নারীর ক্ষমতায়ন, নারীর আত্মকর্মসংস্থান, মাদক, গুজব,বাল্যবিবাহ ও সন্ত্রাস জঙ্গিবাদ, করোনাভাইরাস প্রতিরোধ প্রভৃতি বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।

    এছাড়াও সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল বিষয়েও বক্তব্য রাখেন। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মুঈনীয়া চিশতিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. মোজাফ্ফর আলী, উক্ত কলেজের সহ-সভাপতি তমিজ উদ্দিন, মোল্লাঘাটা বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পিন্টু।

    উক্ত মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগীগের নবনির্বচিত সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিলন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাহিগুনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোছাইন, জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, উক্ত ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মো. আবুল বশর, মুঈনীয়া চিশতিয়া স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য মো. আবদুল হাদী, আবু তাহের প্রমুখ।

    বক্তারা- এই ধারাবাহিকতা বজায় থাকার আশাবাদ ব্যক্ত করেন। এতে মহিলা, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090