’আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর আয়োজনে ১৩ মে শনিবার আন্তর্জাতিক নার্স দিবসে প্রধান অতিথি থেকে কেক কাটেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট কার্যকরী কমিটির সহ-সভাপতি নুর উদ্দিন বাবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে নার্স দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন ও মেডিকেল অফিসার ডা. রওজাতুর রুম্মন, ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম এ হাসান জুয়েল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন চুট্রু, সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, ফরিদ আহমেদ ভূঁইয়া, ডা. গোলাম সরোয়ার, আক্তার হোসেন চৌধুরী ও মো. নুরুল করিম মিলন প্রমুখ।
এসময় হাসপাতালে কর্মরত নার্সরাও উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি