ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার পুনর্মিলন, বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান উদযাপন হয়। বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা প্রশাসক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও নোয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. দেলোয়ার হোসেন শামীম, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল রিপন। স্বাগত বক্তব্য রাখেন ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাঈনুদ্দীন খোন্দকার।
ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল আফছার আপন, মাদ্রাসা পরিচালনা কমিটি সহ-সভাপতি ড. বেলাল উদ্দিন আহমদ, বিদ্যোৎসাহী সদস্য এটিএম কামাল উদ্দিন ভূঞা ও মোহাম্মদ নুরুল আবছারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি