ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের “ওকেএসপি” ওমরাবাদ আয়োজিত রাত্রীকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পূর্ব ওমরাবাদকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ওমরাবাদ। শুরুতে ব্যাট করতে নেমে পূর্ব ওমরাবাদ নির্ধারিত ১২ ওভারে ৭২ রান সংগ্রহ করে। জবাবে উত্তর ওমরাবাদ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
১২ ফেব্রুয়ারি বুধবার রাতে ওমরাবাদের ঐতিহ্যবাহী মুন্সি বাড়ির দরজায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরাবাদ সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. শাহজাহান।
বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন ওমরাবাদ সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাফেজ নাসির উদ্দিন, সহ-সভাপতি আবদুল মালেক, ওমরাবাদ জামে মসজিদের খতিব মুফতি সালমান, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, আবুল কালাম মিলন, ছাত্রনেতা ও সমাজসেবক নুর উদ্দিন ডালিম, সমাজসেবক মনিরুল আজিম ও সিরাজ উল্লাহ।
এ সময় আয়োজক কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূর মোহাম্মদ পিলু।
এতে আয়োজক কমিটির ফারদিন ইসলাম, তাফহিমুল ইসলাম, জাবেরুল ইসলাম, আবদুল মতিন, সমাজসেবক জসিম উদ্দিন, আবদুর রাজ্জাক, জালাল আহাম্মদ, নাছির উদ্দিন মুন্সি, দাউদুল ইসলাম পলাশ, ফখরুল ইসলাম তারেক সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামের প্রয়াত ব্যক্তিদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি সালমান।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি