মাল্টিসফট আইটি’র কনফারেন্স হলে প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ ফেব্রুয়ারী বেলা ১১টায় পালিত হয়েছে। মাল্টিসফট আইটি’র চেয়ারম্যান ফখরুউদ্দিন আলী আহম্মদ তিতুর সভাপতিত্বে সিইও কাজী আবিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারী কম্পিউটার ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (টেক, টেলিকমিউনিকেশন) প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ আরেফিন,ইন্ডিপেনন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঞা, ইউথ এনপাওয়ারমেন্ট’র সভাপতি রোটারক্ট আব্দুল্লাহ আল মারুফ।
ফেনী সুপার মার্কেটের ৪র্থ তলায় অনুষ্ঠানে মাল্টিসফটের সাবেক ও বর্তমান স্টুডেন্টদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকলে মাল্টিসফটের বিভিন্ন উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে উত্তোরউত্তর সমৃদ্ধী কামনা করেন। অতিথীদের বক্তব্য ও ছাত্র-ছাত্রীদের অনুভূতি প্রকাশ শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি